রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েকদিন যাবৎ ছিনতাই ও কিশোর গ্যাঙ চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় জনতা মশাল মিছিল ও বিক্ষোভ করেছে। এমন অস্থির অবস্থায় মোহাম্মদপুর থানার ওসির নীরব ভূমিকার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে ব্যবস্থা না নিলে পুলিশ সদর দপ্তর অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। প্রকাশ্যে দিনে দুপুরে ছিনতাই, অস্ত্র নিয়ে হামলা হলেও ওসি ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।