ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নির্বাচনী তোরণে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ফয়েজ মিয়ার বাড়ির সামনে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে নির্মিত তোরণটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মাওলানা মিজানুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের ঘটনা নির্বাচনী সহিংসতা বাড়াতে পারে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।