Web Analytics

বাগেরহাটের মোংলা পৌরসভার গুরুত্বপূর্ণ নৌ যোগাযোগকেন্দ্র মামার ঘাট পশুর নদের ভাঙনে বিলীন হয়ে গেছে। ঘাটের বড় অংশ ধসে পড়ায় প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন। নদের ভাঙন অব্যাহত থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। নদতীরের বাসিন্দারা প্রাণ ও সম্পদ রক্ষায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়দের মতে, গত তিন বছর ধরে এলাকায় ভাঙন চললেও সাম্প্রতিক পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে প্রবল স্রোতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আশপাশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। দীর্ঘদিনের এই বালু ব্যবসার প্রভাবেই চলতি বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে, যার ফলে ইপিজেডগামী যাত্রী ও স্থানীয়দের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে।

মোংলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সুমি জানান, ভাঙন রোধে জিওব্যাগে বালু ভরার কাজ চলছে। তবে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, আগেই কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ কেন দেখা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!