বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজুর রহমান পুরো আইপিএল মৌসুম খেলতে পারবেন না। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে জানান, আইপিএল চলাকালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে খেলতে হবে মোস্তাফিজকে।
ফাহিম বলেন, বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করতে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। এজন্য মোস্তাফিজকে ওই সময় আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান, মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হলেও নিউজিল্যান্ড সিরিজের সময় সেটি কার্যকর থাকবে না।
জাতীয় দায়িত্ব ও ফ্র্যাঞ্চাইজি লিগের অগ্রাধিকার নিয়ে এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখনো মোস্তাফিজ আনুষ্ঠানিকভাবে এনওসির জন্য আবেদন করেননি, ফলে তার আইপিএল অংশগ্রহণের সময়সূচি চূড়ান্ত হয়নি।