Web Analytics

ঢাকার গ্যালারি চিত্রকে শুরু হয়েছে শিল্পী আজওয়াদ আহমেদের প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘একাকিত্বের দীপ্ত ছায়া’। শিল্পসমালোচক ও কিউরেটর নিসার হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পীর নির্বাচিত চিত্রকর্মে নীরবতা, একাকিত্ব ও আত্মমগ্নতার ভাবনা ফুটে উঠেছে। গত বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক এমেরিটাস রফিকুন নবী, সভাপতিত্ব করেন অধ্যাপক মঈনউদ্দিন খালেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাভেদ জলিল।

উদ্বোধনী বক্তৃতায় রফিকুন নবী শিল্পীর নীরব ও নিবেদিত মনোভাবের প্রশংসা করে বলেন, শিল্পকর্ম মানুষের সামনে আসা জরুরি। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজওয়াদের কাজের গভীরতা ও পরিবর্তনশীলতার প্রশংসা করেন, উল্লেখ করেন যে প্রতিটি ছবির ভেতরে বহু গল্প লুকিয়ে আছে। সমালোচকরা প্রদর্শনীটিকে সমকালীন চিত্রভাষায় মননশীল ও আবেগপূর্ণ অভিব্যক্তি হিসেবে দেখছেন।

১৮ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, যা আজওয়াদের শিল্পযাত্রার এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!