বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দুটি মামলা দায়েরের চার মাস পর তিনি ছুটিতে গেলেন। ডব্লিউএইচও প্রধান এক অভ্যন্তরীণ ইমেইলে জানান, তার স্থলাভিষিক্ত হিসেবে ক্যাথারিনা বোহম দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনার মেয়ে পুতুলের নিয়োগ নিয়ে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ ছিল। তার একাডেমিক রেকর্ডে মিথ্যা তথ্য ও সুচনা ফাউন্ডেশনের জন্য ২.৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ নিয়েও অভিযোগ উঠে।