Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একজন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান নিয়োগ দিয়েছে এবং তার বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি উচ্চমাত্রার হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর জামায়াতের অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য আবেদন করেন। যাচাই–বাছাই শেষে সরকার এই নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন দেয়। ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকেই এক গাড়ি পুলিশ স্কোয়াড ও একজন গানম্যান তার নিরাপত্তায় নিয়োজিত আছেন। নতুন নির্দেশনা সম্ভবত সেই ব্যবস্থার সংশোধিত রূপ।

সরকারের এই সিদ্ধান্ত জামায়াত আমিরের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার চলাফেরা ও বাসভবনের সুরক্ষা জোরদার করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!