Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব জানান, মিশর সফরের সময় রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের অনুমতি ইসরাইল তাকে দেয়নি। তিনি গাজাকে “হাজারো মানুষের সমাধিক্ষেত্র” হিসেবে বর্ণনা করে বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি শুরুর পর থেকে ৩৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৬৭ জন শিশু। মানবিক সহায়তায় নিয়োজিত প্রায় ৬০০ কর্মীও প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। লাহবিব সতর্ক করেন, শীত ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তিনি যুদ্ধবিরতি পুরোপুরি বজায় রাখা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং এনজিওদের দ্রুত সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। তার মতে, সহায়তা আসলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। মিশরের এল আরিশে তিনি গাজাগামী সহায়তার গুদাম ও আহত ফিলিস্তিনিদের চিকিৎসা চলছে এমন হাসপাতাল পরিদর্শন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!