Web Analytics

২০২৬ সালের ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া জোরপূর্বক গুম সম্পর্কিত কমিশনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম তদন্তে সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ বোর্ড কোনো সিদ্ধান্তে না পৌঁছেই রহস্যজনকভাবে বিলুপ্ত হয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে গঠিত এই বোর্ডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। প্রায় দুই সপ্তাহ ধরে বোর্ডটি প্রায় ৬০ জন কর্মকর্তা ও সৈনিকের সাক্ষাৎকার নেয় এবং তাদের জবানবন্দি অডিও, ভিডিও ও লিখিতভাবে রেকর্ড করে। কিন্তু কমিশন জানায়, বোর্ডের কোনো চূড়ান্ত প্রতিবেদন বা সংগৃহীত প্রমাণের অস্তিত্ব পরে আর পাওয়া যায়নি।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, বোর্ডটি ‘ঊর্ধ্বতনের আদেশে’ কাজ বন্ধ করে দেয় এবং সংগৃহীত উপকরণ পরবর্তীতে অনুপলব্ধ হয়ে পড়ে। কমিশন উল্লেখ করে, এমন নির্দেশ কেবল সেনাবাহিনী প্রধানের কাছ থেকেই আসতে পারে। সাক্ষীরা কমিশনকে জানান, তারা গুম ও নির্যাতনের ঘটনাগুলোর বর্ণনা দিয়েছিলেন, যার মধ্যে একজন সৈনিক নিজেকে ইলিয়াস আলী অপহরণ অভিযানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করেন।

কমিশন উপসংহারে জানায়, তদন্তের এই আকস্মিক বন্ধ হওয়া ও প্রমাণ হারিয়ে যাওয়া জবাবদিহির পথে প্রাতিষ্ঠানিক বাধার স্পষ্ট উদাহরণ এবং অভ্যন্তরীণ সামরিক তদন্তের প্রতি আস্থা দুর্বল করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!