ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসন থেকে মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার মধ্যে এসব প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে। প্রত্যাহারকারীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-১০ আসনের আহমদ আলী (খেলাফত মজলিস), ঢাকা-১৮ আসনের বিলকিস নাসিমা রহমান (গণসংহতি আন্দোলন) ও মুহম্মদ আশরাফুল হক (জামায়াতে ইসলামী), ঢাকা-১৬ আসনের আহসানউল্লাহ ও মো. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ আসনের মো. এমদাদুল হক, ঢাকা-৫ আসনের মোখলেছুর রহমান কাছেমী এবং ঢাকা-৯ আসনের মো. ফয়েজ বখ্স সরকার। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এসব আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রার্থীতালিকা হালনাগাদ করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থিতা প্রত্যাহার আসনভিত্তিক সমঝোতা, জোটগত সমন্বয় ও কৌশলগত অবস্থান নির্দেশ করছে, যা ঢাকার কয়েকটি আসনে ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।