Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার আয়-সম্পদের তথ্য প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নুরের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী শিক্ষিকা মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ। নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা, যার মধ্যে ব্যবসা থেকে ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ টাকার বেশি এবং ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের কথাও উল্লেখ আছে।

হলফনামায় বলা হয়েছে, নুরের নামে ৮২ ডেসিমেল কৃষিজমি এবং তার স্ত্রীর নামে ৩ একর কৃষিজমি রয়েছে। তার দেনা ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা হলেও কোনও ব্যাংক ঋণ নেই। বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন, তবে আগের আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুর ও তার স্ত্রী নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।

নুর পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে বিএনপি সেখানে প্রার্থী দেয়নি। ভোটগ্রহণ হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!