এনবিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনকারীরা আজ বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি, সবাই সিনিয়র অফিসার ও কমিশনার। তারা রেসপন্সিবল। আরও বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই তাদের সঙ্গে কাজ করেন। উপদেষ্টা আশা করেন, বৈঠকে না এলেও আন্দোলনরতরা আন্দোলন প্রত্যাহার করবেন।