ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজনে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন। উপস্থিত জিএমপি পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে। সভায় জিএমপি কমিশনার বলেন, ঈদের সময় বিশেষ পুলিশি টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করাসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে।