শনিবার সকালে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী এমভি আটলান্টিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৬টা ২০ মিনিটে কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর আগমুহূর্তে আগুন লাগে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দায়িত্বরত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত আটলান্টিক ও এলসিটি কাজল নামের আরেক জাহাজে মোট ১৯৪ জন যাত্রী সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিল। অগ্নিকাণ্ডের পর শতাধিক যাত্রীকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, কেয়ারি সিন্দবাদ ও বে ক্রুজ নামের অন্য জাহাজে স্থানান্তর করা হয়। আটলান্টিক বে ক্রুজের কর্মকর্তা নাসির উদ্দিন জানান, নোঙর থেকে ঘাটে আসার সময় ইঞ্জিন রুমে হঠাৎ আগুন ধরে যায়, তবে কারণ জানা যায়নি।
বিশৃঙ্খলা এড়াতে শনিবার যাত্রা করতে না পারা যাত্রীদের রোববার পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।