রংপুরের বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ওষুধ খাইয়ে অজ্ঞান করতে গিয়ে জনতার পিটুনিতে মারা গেছেন অজ্ঞান পার্টির এক সদস্য, আহত হয়েছে আরও একজন। নিহতের নাম রুপলাল চন্দ্র(৪৫)। আহত ব্যক্তির নাম প্রদীপ কুমার (৪৮)। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি নিশ্চিত করে ওসি এম. এ. ফারুক জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ সময়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।