ইরান যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে ‘অবৈধ, অমানবিক ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। একতরফা বাধানিষেধবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই আরোপিত এসব নিষেধাজ্ঞা জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে এবং ইরানের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যার ফলে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে মারাত্মক বাধা সৃষ্টি হয়। মানবিক পণ্য নিষেধাজ্ঞামুক্ত বলে ওয়াশিংটনের দাবি সত্ত্বেও, ইরান জানায় হাজারো রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছেন বা জটিলতায় ভুগছেন। তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। এর আগে ইরানের আদালত যুক্তরাষ্ট্রকে ৬.৭৮৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রায় দেয়।