উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নাগরিকদের থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এবং আরো কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। দুবাইয়ে দুদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। এই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আমিরাতি শিল্পাঞ্চল গঠনের প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা সম্মতি জানান। প্রধান উপদেষ্টা বলেন, হালাল পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবেন, কম খরচে শ্রমিক সুবিধা পাওয়া যায়।