Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় ২১ ডিসেম্বর সকালে লিফলেট বিতরণের সময় উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারের উপর মোটরসাইকেল তুলে দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ওই লিফলেট বিতরণ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহমিনা আক্তার গুরুতর আহত হন এবং তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় পাঠানো হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং বিরোধী দলের কার্যক্রম দমন করার প্রচেষ্টা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ নেতারা বিরোধী কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। স্থানীয়রা হামলাকারী ও তার মোটরসাইকেল পুলিশে সোপর্দ করেছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে গ্রামীণ এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!