Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডাদেশ প্রমাণ করেছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য এ রায় ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ইউনূস উল্লেখ করেন, আদালতের রায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতা, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাকেও স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, দেশ এখন দীর্ঘ দমন-পীড়নের পর গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের সন্ধিক্ষণে রয়েছে। নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আস্থা পুনর্গঠন এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। ইউনূস আশা প্রকাশ করেন, সাহস ও বিনয়ের সঙ্গে বাংলাদেশ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।