Web Analytics

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচনি প্রচার জোরদার হয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়ার মধ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রচারে এগিয়ে আছেন শেখ সুজাত মিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ৪০ বছরের বিএনপি রাজনীতির অবদান তুলে ধরে আবেগঘন বার্তার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

অন্যদিকে, ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া মাঠে নেমে স্বামীর পক্ষে প্রচারে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছেন। তবে অনেক বিএনপি কর্মীকে মাঠে দেখা যাচ্ছে না; তাদের অভিযোগ, নেতৃত্ব তাদের অবমূল্যায়ন করছে। শেখ সুজাত মিয়া বলেছেন, দল তাকে ত্যাগ করলেও এলাকার মানুষ ও তৃণমূল নেতাকর্মীরাই তার ভরসা এবং তিনি বিপুল ভোটে জয়ের আশাবাদী।

সিমি কিবরিয়া জানান, দলের সহযোগিতায় তিনি আশাবাদী যে তার স্বামী নির্বাচিত হলে নবীগঞ্জ-বাহুবল এলাকায় উন্নয়ন ঘটবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!