জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে। বাংলামোটর মোড় থেকে শুরু হওয়া পদযাত্রার আগে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আন্দোলনের দিন নয়, এটি আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। তিনি আরও জানান, একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র গড়তে ইতিহাস স্মরণ ও জনগণকে সঙ্গে নিয়ে পথ চলাই বিকল্প। পদযাত্রার উদ্দেশ্য গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপ চালানো।