Web Analytics

অস্ট্রেলিয়া সরকার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কোম্পানি হানওয়াকে স্থানীয় জাহাজ নির্মাতা অস্টালে অংশীদারত্ব ১৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। তবে বিদেশি প্রভাব সীমিত রাখতে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবেদনশীল তথ্যের প্রবেশাধিকার সীমিত করা এবং বোর্ডে প্রতিনিধিত্বের ক্ষেত্রে কঠোর মানদণ্ড। অর্থমন্ত্রী জিম চালমার্স বলেন, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে এবং হানওয়া সংখ্যালঘু অংশীদার হিসেবেই থাকবে।

এ সিদ্ধান্তকে ঘিরে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা খাতে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, হানওয়ার অংশীদারত্ব বৃদ্ধিতে অস্টালের মার্কিন ব্যবসা ও স্থানীয় কার্যক্রমে প্রভাব পড়তে পারে। অস্টাল বর্তমানে জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পে কাজ করছে, যা হানওয়ার প্রতিদ্বন্দ্বী।

বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যানবেরা বিদেশি বিনিয়োগে সতর্কভাবে উন্মুক্ত থাকলেও কৌশলগত প্রতিরক্ষা সম্পদের নিয়ন্ত্রণ দেশীয় হাতে রাখার বার্তা দিয়েছে। অস্টাল জানিয়েছে, তারা ভবিষ্যতের যেকোনো প্রস্তাব জাতীয় স্বার্থ বিবেচনায় মূল্যায়ন করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!