অর্থনীতিকে বহুমুখী করা ও বৈশ্বিক বাণিজ্যে ভূমিকা জোরদার করতে চীনের সঙ্গে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত। এই চুক্তির আওতায় বুবিয়ান দ্বীপে মুবারক আল-কাবির নামের একটি বৃহৎ সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। কুয়েতের স্টেট অডিট ব্যুরো জানায়, প্রকৌশল, সরবরাহ ও নির্মাণ খাতে মোট ব্যয় হবে ১ দশমিক ২৮ বিলিয়ন কুয়েতি দিনার, যা প্রায় ৪ দশমিক ১৬ বিলিয়ন ডলারের সমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। তিনি বলেন, এই প্রকল্প কুয়েতের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশের অংশগ্রহণ বাড়াবে। চীনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ শিয়াং বলেন, এই উদ্যোগ কুয়েতের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে অংশগ্রহণের প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, এই বন্দর প্রকল্প কুয়েতের লজিস্টিক সক্ষমতা বাড়াবে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে। এটি দেশটির দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।