Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে যাত্রীবাহী একটি গাড়ি থেকে ৮৫০ কেজি (২১ মণ ১০ কেজি) অবৈধভাবে পরিবহনকৃত জাটকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানটি সরকারের জাটকা ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত হয়। উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোশাররফ হোসেন। বিজয় কুমার দাস জানান, জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু অসাধু চক্র এখনো গোপনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জাতীয় মাছ ইলিশের উৎপাদনের জন্য হুমকি। তিনি বলেন, জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা।

মৎস্য বিভাগ জানিয়েছে, নদীপথের পাশাপাশি সড়কপথেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনোভাবেই জাটকা পাচারকারীরা সুযোগ নিতে না পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!