সোমবার কক্সবাজারের টেকনাফ মৌচনী ক্যাম্পে স্বজাতির গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মো. আলমগীর (১৯)। জানা যায়, ডি ব্লকের মো. আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা যুবক নুরুল আলমের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আলম তাঁর হাতে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে স্থানীয় জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।