Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইওএম) নিয়োগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস এই মিশন নিয়োগ দেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইইউর কূটনৈতিক শাখা ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) জানিয়েছে, এই মিশন আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনি প্রক্রিয়া মূল্যায়ন করবে। পর্যবেক্ষক দল নির্বাচনের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় করবে। ইজাবস বলেন, বাংলাদেশের জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি ইইউর সমর্থনের এটি একটি বাস্তব উদাহরণ।

এই উদ্যোগ ইইউর বৈশ্বিক গণতন্ত্র ও সুশাসন প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ প্রতিবেদন ভবিষ্যতে ইইউ-বাংলাদেশ সম্পর্ক ও নির্বাচনি সংস্কার আলোচনায় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!