গত ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল অনুপ্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পাকসেনারা গুলি করে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এতে ৫৪ জন নিহত হয়েছেন। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাক সেনাবাহিনী জানায়, নিহতরা সবাই খাওয়ারিজ (বিদ্রোহী) সদস্য। তারা তাদের ‘বিদেশী প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুপ্রবেশ করছিল।