কংগ্রেস অভিযোগ করেছে, বিহারের ভাগলপুরে ১,০৫০ একর জমি মাত্র ১ টাকা বার্ষিক ইজারায় ৩৩ বছরের জন্য আদানি গোষ্ঠীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ১০ লাখ গাছ থাকা ওই জমিতে গড়ে উঠছে ২,৪০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বিনামূল্যে জমি, কয়লা ও পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হলেও বিহারের মানুষকে প্রতি ইউনিট ৬.৭৫ টাকায় কিনতে হবে। তার অভিযোগ, কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে অন্যায্যভাবে। এখনো সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।