Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই বিপ্লবের সময় ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জন পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটররা। বিষয়টি নিশ্চিত করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীমসহ তৎকালীন যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান। গত বছরের ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন তাইম, যিনি রাজারবাগ পুলিশ লাইন্সের এক উপ-পরিদর্শকের ছেলে ছিলেন।

ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার বিচার প্রক্রিয়া ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশের ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে। পরবর্তী শুনানির তারিখ শিগগির ঘোষণা করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!