প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ দিনের জন্য বিশ্বব্যাপী মার্কিন সহায়তা স্থগিতের মধ্যেও, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার জাতিসংঘের সহআয়োজনে ১৭০টি দেশের অংশগ্রহণে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা করছে। একইসঙ্গে, পূর্ববর্তী সরকারের পাচার করা ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনার বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা চলছে। বিশ্বব্যাপী সহায়তা স্থগিত থাকা সত্ত্বেও দাভোস সফরে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক কূটনীতিতে বড় সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।