জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। মে মাস থেকে সীমিত সহায়তা পৌঁছালেও তা ২০ লাখেরও বেশি মানুষের জন্য যথেষ্ট নয়। সংঘাত চলতে থাকলে এবং সহায়তা বন্ধ থাকলে দুর্ভিক্ষের আশঙ্কা প্রবল। যুদ্ধের আগের তুলনায় এখন আটার দাম ৩ হাজার গুণ বেশি, আর রান্নার তেল প্রায় অদৃশ্য। সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ চরম ক্ষুধার মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছে সংস্থাটি।