এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর থেকে ঘোষণা দিয়েছেন, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ আদায়ে তারা আবার রাজপথে ফিরবেন। তিনি বলেন, যদি কেউ মনে করে আন্দোলন থেমে গেছে, তবে তারা ভুল ভাবছে। ৩ আগস্ট ঢাকায় ছাত্র-জনতা-শ্রমিকদের নিয়ে সমাবেশ হবে। তিনি আরও বলেন, আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সূচনা হয়েছে, যা সারা দেশের মানুষের সঙ্গে সংলাপের আয়োজন। শহীদদের স্মরণ করে তিনি বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি আবারও উচ্চারণ করেন এবং বলেন, নতুন বাংলাদেশ গড়তেই এই পদযাত্রা।