Web Analytics

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে তিনি নির্বাচনি মাঠ ছাড়বেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি জানান, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসীরা তার ৮–১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়।

হান্নান মাসউদ বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অভিযোগ করেন, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার না হলে নির্বাচনে থাকা নিয়ে পুনর্বিবেচনা করবেন।

এর আগে দুপুরে ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে তার সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় শাপলা কলির সমর্থকরা আহত হয়েছেন বলে দাবি করেন হান্নান মাসউদ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!