সুন্দরবনের মান্দারবাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে ৭৮ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ। এর মধ্যে ৭৫ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিক। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনজনের পৈতৃক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে রোববার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬৭ জনের বাড়ি নড়াইল জেলায়, ৬ জনের খুলনায়, দুজনের যশোরে, একজনের বরিশালে ও একজনের সাতক্ষীরায়।