মাদক চোরাচালানের অভিযোগে নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার মার্কিন সামরিক বাহিনীর সাউথ কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে কোথায় হামলা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। আগের হামলাগুলো ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে হয়েছিল বলে আল জাজিরা জানিয়েছে। ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও হামলার বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানে একটি নৌকায় থাকা তিন মাদক চোরাচালানকারী নিহত হন। পরে অন্য দুই নৌকার লোকজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। পরবর্তী হামলায় সেই নৌকাগুলোও ডুবিয়ে দেওয়া হয়, এতে আরও দুজন নিহত হন। সামরিক বাহিনী জানিয়েছে, কোস্টগার্ডকে ‘সার্চ অ্যান্ড রেসকিউ সিস্টেম’ সক্রিয় করতে বলা হয়েছে। গত সেপ্টেম্বরের অনুরূপ এক হামলার পর যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়ে, যেখানে কিছু ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও আইন বিশেষজ্ঞ একে অপরাধ বলে মনে করেন, তবে ট্রাম্প প্রশাসন ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতা একে বৈধ বলে দাবি করেন।