ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সকালে সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য বেদ প্রকাশকে আটক করা হয়। তিনি ভারতের ১৭৪ অর্জুন ক্যাম্পের সদস্য এবং গরু ধাওয়া করতে গিয়ে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন বলে জানা গেছে। বিজিবি টহল দল তাকে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে আটক করে এবং তার কাছ থেকে একটি শর্টগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিএসএফ সদস্যদের উস্কানিমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলমান এবং তা বন্ধ করা জরুরি। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী আটক নিশ্চিত করেছেন। সীমান্তের জটিল ভৌগোলিক অবস্থান ও সংবেদনশীলতা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই দেশের সীমান্ত বাহিনীর সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছে।