Web Analytics

১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যৌথ বাহিনীর অভিযানে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে।

আইএসপিআর জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারি রয়েছে। অভিযানে ১১৪ রাউন্ড গুলি, ককটেল, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযানকে দেশব্যাপী অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!