গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর শুক্রবার রাতের হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দলটির নেতা রাশেদ খান শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নতুন কর্মসূচির কথা জানান। তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়াও বিকেল ৩টায় ঢাকায় দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।