Web Analytics

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কটির নামকরণ করেছে ‘আহমদ ছফা সরণি’। প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার স্মরণে এই নামকরণ করা হয়। ২১ ডিসেম্বর বিকেলে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান এবং সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে ড. সলিমুল্লাহ খান বলেন, আহমদ ছফা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ প্রকাশ করেছিলেন, যা জাতির চেতনায় গভীর প্রভাব ফেলেছিল। তিনি উল্লেখ করেন, মৃত্যুর পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফনের অনুমতি না দেওয়া হলেও আজকের এই নামকরণ তাঁর প্রতি জাতির শ্রদ্ধার প্রতীক। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসি এখন ‘ন্যারেটিভ-বেইজড গভর্ন্যান্স’-এর মাধ্যমে শহরের ইতিহাস ও সংস্কৃতিকে নগর উন্নয়নের সঙ্গে যুক্ত করছে।

এই উদ্যোগের মাধ্যমে ডিএনসিসি শহরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!