ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে, নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৯টি দেশের অভিবাসীদের দেওয়া সব গ্রিন কার্ড নতুন করে খতিয়ে দেখা হবে। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নির্দেশ দিয়েছেন এসব দেশের অভিবাসীদের গ্রিন কার্ড ব্যাপকভাবে পুনর্বিবেচনা করতে। তালিকায় আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলাসহ আরও কয়েকটি দেশ রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। যদিও এডলো সরাসরি ওই ঘটনার সঙ্গে এই পদক্ষেপের সম্পর্ক অস্বীকার করেছেন, প্রশাসন জানিয়েছে এটি জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ। হোয়াইট হাউসের আগের ঘোষণায় বলা হয়েছিল, সন্ত্রাসবাদ, নিরাপত্তা ঝুঁকি ও ভিসা অতিরিক্ত থাকার হারই এই পদক্ষেপের মূল কারণ। কীভাবে এই পুনর্বিবেচনা কার্যকর হবে, তা এখনো জানানো হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।