Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ না করার সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, কিছু ব্যক্তি নির্বাচনী প্রচারের নামে ভোটারদের তথ্য ও এনআইডি সংগ্রহের চেষ্টা করছে, যা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অবৈধ। এই আইনে অন্যের এনআইডি বহন বা হস্তান্তর নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি-৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ইসি সকল নাগরিক ও সংগঠনকে এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় আইন ও স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!