ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। এই সময় তরুণীর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় চান্দুরা ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করে পুলিশ। তার নাম মরিয়ম বেগম। ওসি জানিয়েছেন, রাতে পুলিশ টহল দিচ্ছিল। টহলরত অবস্থায় নারীকে সন্দেহ করে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে তল্লাশি করা হলে ইয়াবা জব্দ করা হয়। আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলে জানিয়েছে ওসি মো. রওশন আলী।