বাংলাদেশি অভিনেতা ওমর সানী গায়ক আসিফ আকবরের সাম্প্রতিক পডকাস্টে ব্যক্তিগত মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন। গত মাসে ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের মন্তব্যের পর থেকেই বিতর্ক শুরু হয়, যেখানে ওমর সানীসহ অনেকেই প্রতিক্রিয়া জানান। পডকাস্টে আসিফ ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘নারীশাসিত’ বলে উল্লেখ করেন এবং ব্যক্তিজীবন নিয়েও মন্তব্য করেন, যদিও শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন।
সোমবার সকালে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় ওমর সানী বলেন, তিনি কখনো আসিফের ব্যক্তিজীবন নিয়ে কিছু বলেননি, কেবল পেশাগত বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি আসিফকে সতর্ক করে বলেন, পরিবার নিয়ে কথা বলা অনুচিত এবং সাহস থাকলে সরাসরি মুখোমুখি আলোচনা করতে পারেন। সানী আরও বলেন, খ্যাতির সঙ্গে ভদ্রতা ও সম্মান বজায় রাখা উচিত।
এই বিতর্ক সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা বিনোদন জগতের ব্যক্তিগত ও পেশাগত সীমারেখা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।