Web Analytics

রাজধানীর মেট্রোরেলে এমআরটি ও র‍্যাপিড পাস কার্ড অনলাইনে রিচার্জের ব্যবস্থা চালু হয়েছে, ফলে যাত্রীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে কার্ডে টাকা যোগ করতে পারবেন। আগারগাঁও স্টেশনে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এই সেবা বাস্তবায়ন করেছে, যা স্টেশনে ভিড় ও হয়রানি কমাতে সহায়তা করবে। ব্যবহারকারীরা www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করতে পারবেন। এভিএমে (AVM) ট্যাপ করার পর রিচার্জ কার্যকর হবে। একবারে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে এবং রিফান্ডের ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। কর্মকর্তারা জানান, এই উদ্যোগ গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।