পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত অঞ্চল এবং এটি জাতিসংঘের অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তিনি স্মরণ করিয়ে দেন যে ভারত নিজেই বিষয়টি জাতিসংঘে নিয়ে গিয়েছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রায় আট দশক পরও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। সারওয়ানি বলেন, ভারত কাশ্মীরে বিপুল সেনা মোতায়েন করে মৌলিক স্বাধীনতা দমন করছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সন্ত্রাসবাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভারত ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে মনোযোগ সরানোর চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তান সবসময় সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করে আসছে।