Web Analytics

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরেন। ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন, পরে অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং নিজ বাসভবনে ফেরেন। শুক্রবার দুপুর থেকেই চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় তার জিয়ারতকে ঘিরে হাজারো নেতাকর্মীর ভিড় দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

কবর জিয়ারত শেষে তারেক রহমানের সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!