Web Analytics

বাংলাদেশ সরকার একদিনে ৩৬ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে, যার মধ্যে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও ছয় জেলার পুলিশ সুপার (এসপি) রয়েছেন। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বদলির তালিকায় রয়েছেন পাঁচজন ডিআইজি, বারোজন অতিরিক্ত ডিআইজি এবং বারোজন এসপি। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার করা হয়েছে। গাইবান্ধা, ফরিদপুর, দিনাজপুর, পাবনা, হবিগঞ্জ ও নীলফামারীতে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশ, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, সিআইডি, পিবিআই ও অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপক রদবদলের মাধ্যমে পুলিশ প্রশাসনের কার্যকারিতা ও সমন্বয় জোরদার করার লক্ষ্য নিয়েছে সরকার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।