Web Analytics

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলের কোমো গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সংঘটিত এই হামলায় একটি নার্সিং স্কুল সরাসরি লক্ষ্যবস্তু হয় বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘এমার্জেন্সি লইয়ার্স’। স্থানীয় বাসিন্দারা জানান, নিহতদের মধ্যে ডজনখানেক শিক্ষার্থীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা আগুন নেভানোর চেষ্টা ও লাশ দাফনে অংশ নেন। এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, সেনাবাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না, যদিও এপ্রিল ২০২৩ থেকে চলমান সংঘাতে এমন অভিযোগ বহুবার উঠেছে। বর্তমানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দক্ষিণ কর্দোফান ও দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। জাতিসংঘ জানিয়েছে, নভেম্বর মাসেই প্রায় পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর চলমান যুদ্ধ লাখো প্রাণ কেড়ে নিয়েছে ও ১ কোটি ২০ লাখ মানুষকে গৃহহীন করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!