বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ (ডাকসু) সংশোধনে রাজনৈতিক ও একাডেমিক দুই ধরনের চ্যালেঞ্জ বিবেচনা করতে হবে যাতে অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। ‘মঙ্গলবারের গপ্পোসপ্পো’ আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ছাত্রনেতা ডাকসু নির্বাচনের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং নেতৃত্ব সংকট মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচন ও সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।