বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনজনকে গ্রেফতার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে পুলিশ মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি জানান, বুধবার আমাদের কাছে তথ্য ছিল যে, চট্টগ্রাম থেকে একটি গাড়ি ঢাকায় আসছে যার ভেতরে মাদক রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তিনি বলেন, একটি গাড়িকে থামানোর সিগন্যাল দিলে ভেতর থেকে একজন গুলি চালায়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।